৪ঠা সেপ্টেম্বর চট্টগ্রাম শহরের ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হলো মাহফিল এর সর্ববৃহৎ প্রস্তুতি সভা । প্রস্তুতি সভায় উপস্থিত বক্তারা হযরত শাহ্ মাওলানা হাফেজ আহমদ (রাহঃ) প্রকাশ শাহ সাহেব হুজুর চুনতী কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী সঃ মাহফিল ১৯৭২ ইং হতে প্রতি বছর ১১ রবিউল আউয়াল থেকে ২৯ রবিউল আউয়াল ধারাবাহিক আয়োজন নিয়ে মহান আল্লাহর রহমত এবং শাহ সাহেব কেবলার কারামত হিসেবে কোরআন ও হাদিসের আলোকে উপস্থাপন করেন। মাহফিল এর প্রচার ও প্রসারে নানান মত ও পথের অনুসারী অন্যান্য অঞ্চলের মানুষদের সাথে পরিচিতি এবং প্রতি বছর বিপুল পরিমাণ অনুদান সংগ্রহের নিমিত্তে চট্টগ্রাম শহরের বিভিন্ন মার্কেট ও বণিক সমিতির সম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানান।
চুনতির বয়সভিত্তিক ক্লাব গুলোর অসামান্য সহযোগিতায় চট্টগ্রাম শহরের প্রস্তুতি সভা ক্রমশ ব্যাপক আকার ধারণ করেছে। এএইচএম শাকিল এর সুললিত কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও আব্দুল হাদী এবং মাবরুর হোসাইন ছিদ্দিকী এর সুরলহরী হামদ পরিবেশন শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভ