চট্টগ্রামে করোনাভাইরাসের প্রকোপ ফের বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৮ দশমিক ৯৪ শতাংশ। করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আজ পাঠানো রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর দশ ল্যাবরেটরি এবং এন্টিজেন টেস্টে গতকাল চট্টগ্রামের ১২৩ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ১১ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের বাসিন্দা ৯ জন ও দুই উপজেলার ২ জন।
উপজেলায় আক্রান্তদের মধ্যে আনোয়ারা ও সাতকানিয়ায় একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৮ হাজার ৮৭৩ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৩ হাজার ৯৫৭ ও গ্রামের ৩৪ হাজার ৯১৬ জন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ ও গ্রামের ৬৩০ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে ১৪ জনের নমুনা পরীক্ষা করা হলে শহরের ৩ জন জীবাণুবাহক পাওয়া যায়। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএলে পরীক্ষিত ২ নমুনার শধ্যে শহরের একটির পজিটিভ রেজাল্ট আসে। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ৩ জনের এন্টিজেন টেস্ট করা হয়। এতে গ্রামের একজন সংক্রমিত বলে জানানো হয়।
সূত্র : বাসস