অনলাইন ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গসংগঠন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কার্যালয়ে তালা ঝুলিয়েছে পদবঞ্চিত নেতাকর্মীরা। শনিবার (২৬ আগস্ট) সকাল ১০টায় নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর দোস্ত বিল্ডিংস্থ দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে যান। সেখানে তারা স্লোগান দিয়ে কার্যালয়ে তালা লাগিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা অহিদুল ইসলাম চৌধুরী, জিয়াউল হক জুনায়েদ, আজিম উদ্দীনসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও কলেজের নেতারা।
দলীয় কার্যালয়ে তালা দেওয়ার বিষয়ে ছাত্রদল নেতা অহিদুল ইসলাম চৌধুরী বলেন, গত ১১ আগস্ট দক্ষিণ জেলা ছাত্রদলের ৪২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে যারা আছেন তাদের অনেকেরই ছাত্রত্ব নেই। কমিটি ঘোষণাকালে আমি ঢাকা মহাসমাবেশে গিয়ে গ্রেপ্তার হয়ে জেলখানায় ছিলাম। বিবাহিত, সন্তানের বাবা, প্রবাসী ও ব্যাংক-বীমা প্রতিষ্ঠানের কর্মচারীদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, বিএনপি নেতা মাহবুবর রহমান শামীম ও এনামুল হক এনাম দক্ষিণ জেলা বিএনপিতে নিজের একটি বলয় গড়ে তোলার পরিকল্পনা করে ছাত্রদলকে ধ্বংস করতে এই কাজ করেছেন।
তিনি আরও বলেন, আমরা তৃণমূলের নেতাকর্মীরা ১৩ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ঘোষিত এই কমিটির বিরুদ্ধে কেন্দ্রকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। কিন্তু দুই সপ্তাহ পার হলেও এই কমিটি বাতিল না হওয়ায় তৃণমূলের নেতাকর্মীরা আজ দলের কার্যালয়ে তালা দিয়েছে।
দেড় বছর নেতৃত্ব শূন্য থাকার পর গত ১১ আগস্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৪২ সদস্যের এ কমিটিতে পটিয়া উপজেলার রবিউল হোসেন রবিকে আহ্বায়ক ও কর্ণফুলী উপজেলার কামরুদ্দীন সবুজকে সদস্য সচিব করা হয়েছে।
এই কমিটি ঘোষণার পর থেকে তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশ ওই কমিটি বাতিলের জন্য বিক্ষোভ মিছিল করে। গত ১৩ আগস্ট ২৪ ঘণ্টার মধ্যে কমিটি বাতিলের সময় দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে। এরপরও ওই কমিটি বহাল থাকায় শনিবার সকালে তারা দলের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়।
তথ্যসূত্র: সিভয়েস২৪