মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে গত বছর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এ ধরনের নিষেধাজ্ঞা আবারো আসতে পারে বলে শঙ্কা রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এ পরিপ্রেক্ষিতে বহির্বিশ্বে থাকা বাংলাদেশের সব দূতাবাস ও মিশনকে সতর্ক থাকতে বলা হয়েছে। সতর্কতার নির্দেশ দিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দূতাবাস ও মিশন প্রধানদের চিঠি পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, গত ৩১ ডিসেম্বর এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। সেখানে বর্তমান বৈশ্বিক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে দূতাবাসগুলোকে আরো সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।
কোনো সংস্থার নাম উল্লেখ না করে চিঠিতে আইন প্রয়োগকারী সংস্থা এবং এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ রয়েছে। যেকোনো অজুহাতে সরকারি সংস্থার এবং এর কর্মকর্তাদের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা দেয়া হতে পারে বলে মনে করছে মন্ত্রণালয়।
তথ্যসূত্র: বণিক বার্তা
Leave a Reply