অনলাইন ডেস্কঃ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে ‘চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রাক্তন ছাত্রলীগ পরিষদ’। সম্প্রতি নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে সংগঠনটির দ্বিতীয় সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ও সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী। সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক আবুল কাদের সুজন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ সভাপতি মোহাং এরশাদুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মৌলবী নুর হোসেন, সরওয়ার কামাল, বিজন চক্রবর্তী, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক মাসুদ জাহাঙ্গীর, চটগ্রাম দক্ষিন জেলা যুবলীগের সাবেক আহবায়ক মোহাং শওকত ওসমান জাহাঙ্গীর, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাং আবুল মোকারম, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাং ইকরাম, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন মাহমুদ, কানুনগোপাড়া স্যার আশুতোষ গভর্মেন্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন আল আজাদ, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম আব্দুল গণি সম্রাট, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম আব্দুল জব্বার, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাং হেলাল উদ্দিন চৌধুরী, গাছ বাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাং শহীদুল কবির শাহীন, গাছ বাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এলজিএস জিয়াতুর রশিদ মিটু, পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাং মোরশেদ আলম চৌধুরী, সাবেক সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মোহাং আবুল হাসান, মোহাম্মদ শাহজাহান, আলাউদ্দিন মোহাং ছাবের প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব নুরুল আবছার চৌধুরী বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি -জামায়াত দেশে বিদেশে ষড়যন্ত্র -চক্রান্ত চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে মুজিবাদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ হতে হবে।’
প্রধান বক্তার বক্তব্যে সাবেক ছাত্রনেতা আব্দুল কাদের সুজন বলেন, ‘কেবলমাত্র মুজিবাদর্শের সৈনিকরাই পারে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র-চক্রান্তকে রুখে দাঁড়াতে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আবার রাষ্ট্র ক্ষমতায় আনার কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি।
Leave a Reply