অনলাইন ডেস্কঃ রমজান মাস আসতে না আসতেই ঊর্ধ্বমুখী হয়েছে নিত্যপণ্যের বাজার। আলু, দেশি রসুন, বেগুন, মুরগি, গরুর মাংস এবং প্রায় সব ধরনের ডাল বিক্রি হচ্ছে বেশি দামে।
আরও পড়ুন রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের বাজার মনিটরিং শুরু
বাজার করতে আসা ক্রেতারা বলছেন, সরকার রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে বললেও সেটা হচ্ছে না। সবকিছুর দামই বেড়েছে। অন্যদিকে বিক্রেতারা বলছেন, ক্রেতারা বেশি চাহিদা দেখাচ্ছে বলেই সবকিছুর দাম বাড়তি।
তথ্যসূত্র: সংগৃহীত