মুহাম্মদ নাছির উদ্দীন, লোহাগাড়াঃ উপজেলায় ১নং বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মনু ফকির বাজারের সড়ক পরিদর্শনে এসেছিলেন সড়ক ও জনপদ বিভাগের ইন্জিনিয়ার ও
সাগর বাবু। এসময় সড়কটি ২০ (বিশ) ফুট প্রশস্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।
বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লোকমান হাকিম বাজার কমিটির পক্ষে লোকমান হাকিম জানান, ‘বড়হাতিয়া মনুফকির হাট এলাকার জনবহুল বাজার এখানে সপ্তাহে দুইদিন বাজার বসে দুই পার্শে রাস্তা সংকোচনের কারণে প্রায় সময় দীর্ঘ যানজট লেগে তাকে যার কারনে দূরপাল্লার যানবাহনসহ যাত্রীরা অনেক কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নজরে এলে তার ঐকান্তিক প্রচেষ্টায় শাহজব্বারিয়া সড়ক (রামপুর ডিসি সড়ক) উন্নয়ন ও সম্প্রসারণ কাজ পরিদর্শন ও পরিমাপ করার জন্য সড়ক ও জনপদ বিভাগের ইঞ্জিনিয়ার মহোদয় সরেজমিনে পরিদর্শনে আসেন। এসময় সাথে ছিলেন বড় হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান স্থানীয় নেতৃত্ববৃন্দ ও ঠিকাদারবৃন্দরা। বড় হাতিয়া অংশের মনু ফকির বাজার এলাকায় দুই পার্শ্ব সড়ক ২০ (বিশ) ফুট প্রশস্ত করা হবে। এই উন্নয়ন ও সম্প্রসারণ কাজ সম্পন্ন হলে মনুফকির বাজারে আর ট্রাফিক জ্যাম হবে না বলে মত প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ীরা।
আরও পড়ুন লোহাগাড়ায় নির্বাচনী উত্তাপ ছাপিয়ে স্মার্ট উপজেলা গড়ার অঙ্গীকার খোরশেদ আলমের
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া বলেন, ‘গ্রাম হবে শহর তারই ধারাবাহিকতায় একটি স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শহরের মত গ্রামের রাস্তাঘাট উন্নয়ন করা দরকার। খুব শীঘ্রই সম্প্রসারণ কাজ শুরু হবে।’ রাস্তা প্রশস্ত করার ফলে এলাকার মানুষ উন্নয়নের সুফল ভোগ করবে বলেও জানান তিনি।
Leave a Reply