চাটগাঁর সংবাদ ডেস্কঃ বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১ আগস্ট) সংস্থাটির দেয়া তথ্যে জানা গেছে, নিম্নচাপটির ফলে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী জেলায় বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, নিম্নচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবল অবস্থায় রয়েছে।
বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।