প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ৯:০১ অপরাহ্ণ
বেপরোয়া চাঁদের গাড়ি, রাঙ্গুনিয়ায় সড়কে ঝরলো ব্যবসায়ীর প্রাণ

এস. এ. নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া টু পার্বত্য রাঙ্গামাটি কাউখালী সংযোগ সড়কে বেপরোয়া ইটবোঝায় চাঁদের গাড়ি (জীপ) র চাপায় মো. মাসুদ (৪০) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার(১২ফেব্রুয়ারী) বিকালে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাহেবনগর এলাকায় সড়কে এই চাঁদের গাড়ির সিএনজি চালিত অটোরিক্সাকে চাপা দেয়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যবসায়ীর বাড়ি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের নাইল্যাছড়ি এলাকায়। কাউখালীর নাইল্যাছড়ি বাড়ি থেকে মাসুদ সিএনজিচালিত অটোরিক্সায় করে রাঙ্গুনিয়ার রাণীরহাট যাচ্ছিলেন। সে ইসলামপুর ইউনিয়নের খামার বাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি চাঁদের গাড়ির (জীপ) অটোরিক্সটিকে চাপা দিলে সে গুরুতর আহত হন। স্থানীয়রা বলেন, চাঁদের গাড়ি গুলো বেপরোয়াভাবে চলাচলের কারণে আমাদেরকে রাস্তায় চলতে গেলে আতঙ্কে থাকতে হয় । এসব গাড়িগুলোকে নিয়ন্ত্রণ না করলে আরো এ ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
Copyright © 2025 Chatgar sangbad. All rights reserved.