ফারুকুর রহমান বিনজু, পটিয়াঃ দেশের দূর্যোগ মুহূর্তে, কঠিন সময়ে বাংলাদেশ ইসলামি ফ্রন্ট নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে দলটির মনোনীত প্রার্থী এম এ মতিন। শনিবার (৯ ডিসেম্বর) সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন চন্দনাইশে ইসলামী ফ্রন্ট হাশিমপুর ইউনিয়ন শাখার অভিষেক ও মতবিনিময় সভা সম্পন্ন
তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিলো ইসলামি ফ্রন্টের। রাজনৈতিক দলগুলোর হিংসাত্মক, বিদ্বেষপুর্ণ আচরণ কর্মকাণ্ডের জন্য এ দ্বিধা তৈরি হয়েছিলো। কিন্তু এ মুহূর্তে দেশ বড় কথা, দেশের স্বাধীননতা রক্ষা গুরুত্বপূর্ণ। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি নিয়ে গভীর যড়যন্ত্র চলছে। তাই এ নির্বাচনে অংশ গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামি ফ্রন্ট।
এসময় উপস্থিত ছিলেন ইসলামি ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিড়িয়াম সদস্য আবু নাছের তালুকদার, সোলাইমান ফরিদ, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আলী হোসাইন সহসাংগঠনিক সম্পাদক মাষ্টার মোহাম্মদ কমর উদ্দীন, উপজেলার পূর্ব পরিষদ সভাপতি সৈয়দ ইয়ার মোহাম্মদ পিয়ারু, জামাল উদ্দিন মাষ্টার প্রমুখ।
Leave a Reply