অনলাইন ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বুধবার সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাপ্রধান।
ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে সেনাপ্রধান বলেন, আগামীকাল বেলা ২টার দিকে ড. ইউনূসের ঢাকায় আসার কথা রয়েছে। বিমানবন্দরে তাকে রিসিভ করতে যাবেন সেনাপ্রধান।
অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার সময় জানতে চাওয়া হলে সেনাপ্রধান বলেন, আগামীকাল রাত ৮টার দিকে শপথ হতে পারে।