আজ ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

‘ব্যক্তি স্বার্থের চেয়ে সমাজ ও দেশের স্বার্থ অনেক ঊর্ধ্বে’


অনলাইন ডেস্কঃ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে তার উপর অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে তাকে অবশ্যই সৎ, নিষ্ঠাবান ও জনকল্যাণমুখী হতে হবে। এক্ষেত্রে কোন ব্যর্থয় ঘটলে এবং কোন কলঙ্কের তিলক থাকলে তিনি প্রশ্নবিদ্ধ তো হবেনই এবং জনগণের কাছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান আস্থাহীন হয়ে পড়বে।

তাই যারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন তাদেরকে মনে রাখতে হবে ব্যক্তি স্বার্থের চেয়ে সমাজ ও দেশের স্বার্থ অনেক ঊর্ধ্বে।

শনিবার (৯ জুন) সকালে নগরের বন্দর রিপাবলিক ক্লাবে বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারি লীগের এক অনুষ্ঠানে এসব কথা বলেন।

আরও পড়ুন আ.জ.ম নাছির উদ্দীনের সঙ্গে ৪১ নম্বর ওয়ার্ড যুবলীগের ঈদ শুভেচ্ছা বিনিময়

আ জ ম নাছির বলেন, সাধারণ মানুষের নূন্যতম আকাঙ্ক্ষা ভালোভাবে বেঁচে থাকা। এই সামান্য চাওয়া পাওয়ায় কোন জনপ্রতিনিধি যদি পূরণ করতে পারেন তাহলে সমাজে তার গ্রহণযোগ্যতা বাড়বে।

মীর নওশাদ এর সভাপতিত্বে ও মো. হাসানের সঞ্চালনায় সংবর্ধনা ও সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি শফর আলী, সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।

বক্তব্য দেন মো. আলমগীর, হাজী মো. ইলিয়াছ, মো. ইসকান্দর মিয়া, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাদেক হোসেন খান নান্না, আবু বক্কর ছিদ্দিক, উৎপল বিশ্বাস প্রমুখ।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর