সারাদেশে বয়ে যাওয়া শৈত্য প্রবাহের তীব্রতা চট্টগ্রামেও বেড়েছে। কয়েকদিন ধরে শীতে কাঁপছে বন্দর নগরী চট্টগ্রাম। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষজনের কষ্ট বেড়েছে। আজ শনিবার (৭ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা হতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে ও মাঝারি থেকে ঘন কুয়াশা হতে পারে।
আজ নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দিনাজপুরে ১০ ডিগ্রি, পঞ্চগড়ে ৯ দশমিক ৬ ডিগ্রি, যশোরে ১০ ডিগ্রি ও চুয়াডাঙ্গায় ৯ ডিগ্রি সেলসিয়াস ও কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দেশের কোথাও কোথাও শনিবার দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে।
তথ্যসূত্র: দেশ রূপান্তর
Leave a Reply