আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

মিয়ানমারের অভ্যন্তরীন সংঘাতে সীমান্তে ফের উত্তেজনা, থামছে না বিজিপির অনুপ্রবেশ


আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ মিয়ানমারের অভ্যন্তরীন সংঘাতে ফের উত্তপ্ত হয়ে পড়েছে দেশের সীমান্ত পরিস্থিতি। প্রতিবেশি দেশটি থেকে এখনও বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও সেনাবাহিনীর অনুপ্রবেশ থামছে না। সম্প্রতি নাফ নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৩ জনকে আটক করা হয়। পরে তাদেরকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে সেখানে ২৭৪জন বিজিপি সদস্য আটক রয়েছেন।

আরও পড়ুন সীমান্তে আবারও গোলাগুলির শব্দ, সতর্ক অবস্থানে বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধীনে থাকা ২৭৪ জনের মধ্যে মিয়ানমারের বিজিপি সদস্য ছাড়াও সেনা সদস্যও রয়েছেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, আগামী সোমবার (২২ এপ্রিল) বাংলাদেশের সাথে বন্দিবিনিময় করতে যাচ্ছে মিয়ানমার। এদিন মিয়ানমারের ২৮৫জন নাগরিক দেশটিতে ফিরবে এবং সেখানে আটকে পড়া ১৫০জন বাংলাদেশি দেশে ফেরার কথা রয়েছে।

প্রসঙ্গত, এর আগে মিয়ানমারের ৩৩০জন বিজিপি ও সেনাসদস্যকে জাহাজে ফেরত পাঠানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর