স্পোর্টস ডেস্ক
ঢাকায় মাত্রাতিরিক্ত তাপমাত্রায় অতিষ্ঠ জনজীবন। এরই মধ্যে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। গরমের কারণে টেস্টে বিরতি বাড়ানোর প্রস্তাব আগেই করেছিল বিসিবি। আজকে ম্যাচের প্রথম দিনে দেখা গেল অনেকগুলো বিরতি। তাতে নির্ধারিত ৯০ ওভারের জায়গায় খেলা হয়েছে মাত্র ৭৯ ওভার। কম খেলার কারণ হিসেবে আফগানিস্তানের অতিরিক্ত নো বল দেয়াও কম দায়ী নয়।
তবে দিনের খেলা ১১ ওভার কম হলেও দারুণ একটি রেকর্ড গড়ে ফেলেছে বাংলাদেশ। ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। মিরপুরের মাঠে প্রথমদিনে এর চেয়ে বেশি রান তুলতে পারেনি আর কোনো দল। এর আগে ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৬১ রান ছিল সর্বোচ্চ স্কোর। আর বাংলাদেশের সর্বোচ্চ ছিল ৩৩০ রান, ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে।
তবে টেস্টের প্রথমদিনে এর চেয়েও বেশি রান আছে বাংলাদেশের। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে ৩৭৪ রান করেছিল বাংলাদেশ।
মিরপুরে আজকে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের স্ট্রাইকরেটই পঞ্চাশের নিচে ছিল না। ১৪৬ রানের দুর্দান্ত ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত খেলেছেন আশির ওপর স্ট্রাইকরেট রেখে। বেশিরভাগ খেলোয়াড়ের স্ট্রাইকরেই ছিল ষাটের আশেপাশে।
এদিন রেকর্ড গড়েছেন আফগান বোলার নিজাত মাসুদও। দিনের দ্বিতীয় ওভারে প্রথমবারের মতো বল করতে আসেন এই ম্যাচেই অভিষেক হওয়া মাসুদ। প্রথম বলেই জাকির হাসানকে তুলে নেন এই পেসার। তিনি এই শতকেরর সপ্তম ও আফগানিস্তানের প্রথম বোলার যিনি টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট শিকার করার কৃতিত্ব দেখিয়েছেন।
Leave a Reply