আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার


চন্দনাইশ প্রতিনিধিঃ

চন্দনাইশে স্বামীর বাড়ী থেকে এক সন্তানের জননী এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ জানুয়ারি) সকাল নয়টার দিকে উপজেলার বরকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। ওই গৃহবধূর নাম অনন্যা বড়ুয়া (২৩)। তিনি ওই গ্রামের রাসেল বড়ুয়ার স্ত্রী।

সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আয়শা আক্তার আজাদী জানান, অনন্যা বড়ুয়ার স্বামী রাসেল বড়ুয়া ইপিজেড এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। তাদের ৭ বছর বয়সী একটি সন্তান রয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। এসআই মো. ইখতিয়ার হোসেন লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্টে প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। এব্যাপারে নিহতের পিতা বিপ্লব বড়ুয়া বাদী হয়ে থানায় একটি হত্যার অভিযোগ দায়ের করেন বলেও তিনি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর