আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

১১ মে’র মধ্যে সম্পন্ন করতে হবে হজ ভিসার কার্যক্রম


অনলাইন ডেস্কঃ হজযাত্রীদের ভিসা প্রক্রিয়াকরণের সময় বাড়ানো হয়েছে। আগামী ১১ মে’র মধ্যে সম্পন্ন করতে হবে ভিসার কার্যক্রম। এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়।

এতে বলা হয়, হজ যাত্রীদের ভিসার জন্য আবেদনের সময় নির্ধারিত ছিলো ২৯ এপ্রিল। কিন্তু এ সময়ের মধ্যে ভিসার কার্যক্রম শেষ না হওয়ায় ১ম দফায় ৭ মে পর্যন্ত সময় বাড়ানো হয়। কিন্তু ২৫৯টি বেসরকারি হজ এজেন্সির অনেকেই এই বর্ধিত সময়ের মধ্যে ভিসার কার্যক্রম শেষ না করায় ২য় দফায় সময় বাড়ানো হয়েছে।

আরও পড়ুন আবারো চ্যালেঞ্জের সম্মুখীন বাংলাদেশের হজ ব্যবস্থাপনা

এ বর্ধিত সময়ের মধ্যে ভিসার কার্যক্রম শেষ করা না হলে সংশ্লিষ্ট এজেন্সিকেই তার দায় নিতে হবে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ হতে সকল হজ এজেন্সিকে সম্প্রতি এ বিষয়ে অবগত করা হয়েছে।

তথ্যসূত্র: বাসস


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর