চাটগাঁর সংবাদ ডেস্কঃ ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
রবিবার (৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জি এম কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ। ঢাকার দুই সিটি করপোরেশনের ব্যর্থতায় সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। যাদের ব্যর্থতায় সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে তাদের জবাবদিহি করতে হবে।
দেশের সব হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে যথাযথ ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান কাদের।
হাসপাতালের ভয়াবহ অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, হাসপাতালে বেড খালি নেই, বারান্দা, করিডোর ও সিঁড়ির নিচেও ডেঙ্গু রোগীরা চিকিৎসা নিচ্ছে।
তিনি বলেন, হাসপাতালে পা ফেলার জায়গা নেই। পর্যাপ্ত জনবল ও সরকারি সহায়তার অভাবে চিকিৎসকরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন।
তিনি আরও বলেন, জনবলের ঘাটতি ও অপর্যাপ্ত সরকারি সহায়তা স্বাস্থ্যসেবা পেশাদারদের পর্যাপ্ত চিকিৎসা প্রদানের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।
প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জিএম কাদের।
তথ্যসূত্র: ইউএনবি