আজ ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইসরাইলী বর্বরতায় আহত-নিহতদের প্রতি সমবেদনা জানাতে ঢাকাস্থ ফিলিস্তিন এম্বাসেডরের সাথে সাক্ষাৎ করেন গাউসিয়া কমিটি বাংলাদেশের নেতৃবৃন্দ


মুহাম্মদ আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি: গাজায় ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর চলমান ইসরাইলী বর্বরতায় আহত ও নিহতদের প্রতি সমবেদনা জানাতে ১৯ অক্টোবর সকাল ১১ টায় ঢাকার বারিধারাস্থ প্যালেস্টাইন এম্বাসেডর ইউসেফ রামাদানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় প্রতিনিধিদের তিন সদস্যের একটি দল। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ (সাবেক কমিশনার), কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার, সদস্য আলহাজ্ব মোহাম্মদ হোসাইন। নেতৃবৃন্দরা এম্বাসির বারিধারাস্থ অফিসে অনুষ্ঠিত এই বৈঠকে গাউসিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনিদের স্বাধিকার আন্দোলনের প্রতি গভীর শ্রদ্ধা ও সমর্থন ব্যক্ত করার পাশাপাশি গাজায় হাসপাতাল সহ সাধারণ নিরস্ত্র জনগণের উপর ইসরাইলী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা নিহতদের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তারা গাজায় অসহায় হয়ে থাকা নিরীহ মানুষের জন্য জরুরি সহায়তা পাঠানোর যথাযথ উপায় বের করার বিষয়েও আলোচনা করেন এবং প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত আছে বলেও জানান।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর