আগামী ২০ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ। নগরের স্থায়ী টিকা কেন্দ্রগুলোতে চালু হবে এ কার্যক্রম। আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, ‘২০ ডিসেম্বর থেকে করোনার চতুর্থ ডোজ দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। জেনারেল হাসপাতাল, চমেক হাসপাতাল ও সিটি করপোরেশন জেনারেল হাসপাতালসহ টিকা দানের স্থায়ী কেন্দ্রগুলোতে এ কার্যক্রম চালানো হবে। তৃতীয় ডোজ প্রাপ্তির পর ৪ মাস অতিবাহিত হয়েছে এমন ব্যক্তিদের চতুর্থ ডোজ প্রদান দেওয়া হবে।’
তিনি আরো বলেন, ‘চতুর্থ ডোজে ফাইজারের টিকা দেওয়া হবে। তবে যেখানে ফাইজার থাকবে না সেখানে সিনোব্যাকের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর থেকে চট্টগ্রামে করোনার বুস্টার ডোজের কার্যক্রম শুরু হয়।
তথ্যসূত্র: বাংলানিউজ২৪
Leave a Reply