অনলাইন ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী এসব কথা জানিয়েছেন।
সকাল পৌনে ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো যাবে।
ছোট-বড়-মাঝারি ধরনের প্রায় সাড়ে ৩শ’ মতো দোকান ছিল। আগুনের তীব্রতার কারণে তার বেশিরভাগই এখন আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই। নিজেদের উপার্জনের ব্যবসা প্রতিষ্ঠানটি নিজেদের চোখের সামনে পুড়ে যেতে দেখে শোকে স্তব্ধ ব্যবসায়ীরা। তারপরও যদি কোনও কিছু বের করা যায়; সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
আরও পড়ুন দেওয়ানহাটে টায়ারের গুদামে আগুন, ট্রেন চলাচল বন্ধ
ব্যবসায়ীদের অভিযোগ, আগুন নিয়ন্ত্রণে ধীরগতির কারণে অনেক দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সঠিকভাবে কাজ করতে না পারার কারণে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে গেছে। এতে করে প্রায় কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের। ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার পর এই আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করে। তাদের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ দল।
এর আগে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ জানিয়েছিলেন, গতকাল রাত ৩টা ৪৩ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগার খবর পান তারা। পরে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও দুটি ইউনিট।
তথ্যসূত্র: সংগৃহীত