আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: আইআইইউসির হাল্ট উৎসব

আইআইইউসিতে হাল্ট উৎসবের চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত


অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) হাল্ট উৎসবের চুড়ান্ত পর্ব সমাপ্ত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ১৭টি টিম তাদের তৈরি করা প্রজেক্ট উপস্থাপন করে। প্রতিযোগিতায় মোট তিনটি দলকে যথাক্রমে চ্যাম্পিয়ন, রানারআপ এবং ২য় রানারআপ ঘোষনা করা হয়। রবিবার (১১ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় মিলনায়তনে অনুস্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন আইআইইউসির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা।

প্রধান অতিথি তার বক্তব্যে হাল্ট উৎসবের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন এবং মেধা বিকাশ এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রোগ্রামে অংশগ্রহণের উৎসাহ প্রদান করেন। আইআইইউসির প্রক্টর মো. ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিযোগতিায় বিশেষ অতিথি ছিলেন আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবীর এবং রেজিস্ট্রার আ ফ ম আক্তারুজ্জামান কায়সার। বিশেষ অথিতির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির হাল্ট উৎসবের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিবাদন জানায় এবং এ ধরনের প্রতিযোগিতামূলক প্রোগ্রামের ধারাবাহিকতা বজায় রাখার আশা ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে রেজিস্ট্রার আ ফ ম আক্তারুজ্জামান কায়সার বলেন, ‘ছাত্র-ছাত্রীদেরকে আরো প্রতিযোগিতামূলক প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে দেশ বিদেশে সুনাম অর্জন করতে হবে।’

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে প্রক্টর মো. ইফতেখার উদ্দীন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানায় এবং হাল্ট উৎসবের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেয়। প্রতিযোগীতায় বিচারক এবং এডভাইজার হিসেবে ছিলেন আইআইইউসির ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইয়াসির আরফাত, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. তৌফিকুর রহমান, সহকারী অধ্যাপক মো. সাইফুর রহমান সোহেল এবং ইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. আমজাদ হোসাইন। মাসব্যাপী চলা এই প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ছিলো ডেল্টা ইমিগ্রেশন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর