আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আত্মহত্যাকারী রীমার হবু স্বামীর পরিবার ঘরে তালা দিয়ে পালাতক


ফারুকুর রহমান বিনজু, পটিয়া

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের( ৮) বরপক্ককে যৌতুক বাবদ নগদ ২লাখ টাকা গুনে দেয়ার পরও কনের পিতাকে গায়ে হলুদের দিন সকালে ফাণীচার জন্য চাপ দিতে থাকেন।প্রেমিক ও হবু স্বামীর এই অপমান সইতে না পেরে স্ত্রী রীমা ঘরের পাখার সাথে গলায় দড়ি বেধে আত্নহত্যা করেন গত ২৭জুন।হীরা তালুকদার বাড়ির মনির আহমদ(বাচা)র ২য় মেয়ে। পটিয়া সরকারি কলেজর রাষ্ট্রবিজ্ঞানের অনার্সের ১বর্ষের মেধাবী ছাত্রী।এতে তার পিতা আত্মহত্যার প্ররোচনার অভিযোগে হবু স্বামী মিজানুর রহমান মোরশেদকে আসামী করে গত বৃহস্পতিবার পটিয়া থানায় মামলা করেন।

সে একই ইউনিয়নের মফিজুর রহমান পুত্র। আল আরাফা ইসলামী ব্যাংক নারায়ণগঞ্জ শাখার জুনিয়র ক্যাশ অফিসার হিসেবে কমর্রত।গায়ে হলুদের দিন হবু স্বামী মোরশেদ বাড়ি আসার টিকেট করলে ও রীমার আত্মহত্যার খবর পেয়ে পলাতক রয়েছেন।এদিকে মামলার খবর পেয়ে মোরশেদের পরিবারের সকল সদস্য ঘরে তালা মেরে পালিয়ে যায়। ওসি জসিম উদ্দিন মামলার সত্যায়িতা স্বীকার করেন। এদিকে বিয়ের আগের দিন যৌতুকের চাপে কনে রীমার আত্মহত্যার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিনবর প্রতিবাদের ঝড় চলছে। যৌতুক লোভী হবু স্বামী মোরশেদকে ধিক্কার জানান ও অনেকে ফাঁসি কামনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর