অনলাইন ডেস্কঃ পবিত্র রমজান মাসের চাঁদ আজ সোমবার (১১ মার্চ) দেখা গেছে, অর্থাৎ আগামিকাল মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হচ্ছে রোজা।
পবিত্র রমজান মাসের রোজা প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, ‘যারা এ মাস পাবে তারা যেন এ মাসে রোজা রাখে।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৫)
তালহা বিন উবাইদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রমজানের চাঁদ দেখে প্রিয়নবী হযরত মুহম্মদ (স.) একটি দোয়া পড়তেন।
আরও পড়ুন রোজায় গুরুত্বপূর্ণ ৩০ আমল
বাংলায় দোয়াটি হলো- হে আল্লাহ, আপনি ওই চাঁদকে আমাদের ওপর উদিত করুন; নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে। (হে চাঁদ) আমাদের উভয়ের স্রষ্টা আল্লাহ।
اَللهُ أَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ، رَبِّىْ وَرَبُّكَ اللهُ
আরবীতে উচ্চারণ : আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। (তিরমিজি হাদিস: ৩৪৫১)।
Leave a Reply