অনলাইন ডেস্কঃ তারুণ্যের গল্পভাবনা ও লোকগান
প্রতিপাদ্যে বাংলা ভাষার একমাত্র গল্পবিষয়ক মাসিক পত্রিকা ‘গল্পকার’ এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে ‘গল্পকার’ এর এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নিয়েছেন চট্টগ্রামের দশজন উদীয়মান গল্পকার। গল্পের ভাব, ভাষা, বিষয়বস্তু ও নির্মাণশৈলী নিয়ে তাদের চমৎকার আলোচনা বিজ্ঞ আলোচক ও উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
আলোচকদের মধ্যে ছিলেন কথাসাহিত্যিক মোহীত উল আলম, কবি ও কথাশিল্পী ওমর কায়সার, কথাশিল্পী আনোয়ারা আলম, কথাশিল্পী ও গবেষক আজাদ বুলবুল, প্রাবন্ধিক ও গবেষক শামসুদ্দীন শিশির এবং গল্পকার সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, ‘গল্পকার’ ফোরাম চট্টগ্রামের আহবায়ক কবি ও সমাজচিন্তক সাঈদুল আরেফীন, সদস্য সচিব কথাসাহিত্যিক আলমগীর শিপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ আনোয়ারা আলম।
আলোচনায় বক্তারা বলেন, ছোটগল্পের স্বভাবধর্মই হলো যাপিত জীবনের সঙ্কট, সম্ভাবনা ও পরিণতিকে উন্মোচন করা। এই স্বভাবধর্মই ছোটগল্পকে ক্রমশ জীবনঘনিষ্ঠ করে তুলেছে। সমাজের অসঙ্গতি, সঙ্কট, স্ববিরোধিতা, সাধারণ মানুষের মৌলিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ছোটগল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আলোচকরা বলেন, জীবনঘনিষ্ঠ শিল্পমাধ্যম হিসেবে ছোটগল্প ব্যক্তিজীবনের সঙ্কটগুলোকে তুলে আনে । চলমান রাষ্ট্রব্যবস্থা, সমাজব্যবস্থা, সংস্কৃতির বাঁকবদল ও অর্থনৈতিক স্তরবিন্যাসের প্রভাব নির্মোহভাবে নিরীক্ষার মাধ্যমে গল্পে উঠে আসে যা সমাজ পরিবর্তনে গুরুৎপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এসময় লোকগান অনুষ্ঠানে বাঁশির সুরের মূর্ছনায় মাতিয়ে রাখেন বিপ্রতীপ অপু ও
লোকগান পরিবেশন করেন ড শেখ সাদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সুপর্ণা রায় চোধুরী, বোয়ালখালী সিরাজুল ইসলাম কলেজ সহকারী অধ্যাপক।
Leave a Reply