ইকবাল হোসেন, সাতকানিয়া: সাতকানিয়ায় অবৈধ ইটভাটা চিহ্নিত করে গুঁড়িয়ে দিচ্ছে পরিবেশ অধিদপ্তর। এতে সহায়তা করছে স্থানীয় প্রশাসন। সোমবার (২৬ ডিসেম্বর) সাতকানিয়া থানা ও জেলা পুলিশের সহায়তায় যৌথভাবে পরিচালিত অভিযানে একটি অবৈধ ইটভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দেয়া হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয় সূত্র জানায়, জেলা প্রশাসনের লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই সাতকানিয়ার মিঠাদিঘীর দক্ষিণ পার্শ্বে অবস্থিত মেসার্স হাজী মোহাম্মদ আলী তালুকদার ব্রিকস দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। এ কারণে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এসময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার পক্ষে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক নুর হাসান সজীব ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীন।
Leave a Reply