অনলাইন ডেস্কঃ রাজস্ব আহরণ সহজ করতে চট্টগ্রামের চারটি কর অঞ্চলকে ছয়টিতে বিভক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে রাষ্ট্রীয় এই সংস্থা।
প্রজ্ঞাপন থেকে জানা গেছে, চট্টগ্রাম বিভাগসহ দেশের অন্যান্য বিভাগে আরও ২৮টি কর অঞ্চল প্রস্তুত করতে যাচ্ছে এনবিআর।
এনবিআর বলছে, নতুন কর অঞ্চলের সুবিধধা পেলে করসংক্রান্ত অধিকাংশ কাজের জন্য করদাতাদের আর দূরে যেতে হবে না। এনবিআরের আয়কর বিভাগ মাঠপর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে। বর্তমানে ৩১টি কর অঞ্চল আছে। নতুন করে যোগ হবে ২৮টি। এসব কর অঞ্চল দিয়ে এলাকা ও বিষয়ভিত্তিক কার্যক্রম পরিচালনা করবে আয়কর বিভাগ।
আরও পড়ুন সহজ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে কর আদায়ে: এনবিআর চেয়ারম্যান
চট্টগ্রাম বিভাগের চারটি জেলায় নতুন কর অঞ্চলগুলো হবে কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীতে।
এছাড়া চারটি বিশেষায়িত নতুন কর অঞ্চল হচ্ছে। কর ফাঁকি দেওয়া বন্ধ করতে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট করা হচ্ছে। বিদেশে টাকা পাচারসহ আন্তর্জাতিক চুক্তি ও ট্রান্সফার প্রাইসিং এসব বিষয় দেখভালের জন্য আন্তর্জাতিক কর ইউনিট হচ্ছে। ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট এবং উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট নামে নতুন কর অঞ্চল হবে।
তথ্যসূত্র: বাংলনিউজ২৪