আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশের বাইনজুরির বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমানের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন


অনলাইন ডেস্ক 

চন্দনাইশের বরমা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি, বাইনজুরি নিবাসী, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান (৭৪) ১৭ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার সকাল ৭টায় চমেক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। বিকেলে (বাদে আসর) বাইনজুরি কমলমিয়া চৌধুরী জামে মসজিদ মাঠে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান এবং তাঁর নামাজে যানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর, তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা ও বহু গুণগ্রাহী রেখে যান।

এ সময় (যানাজায়) উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপলোমেসি চাকমা, থানার ওসি (তদন্ত) যুৎসই যশ চাকমা, চন্দনাইশ উপজেলা পরিষদের সদ্যসাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদুল জব্বার চৌধুরী, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, এ কে এম জয়নাল আবেদীন জনু, ফেরদৌস ইসলাম খান, মাহবুবুর রহমান শিবলী, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদে সাবেক ভিপি শেখ টিপু চৌধুরী, হাশিমপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট খোরশেদ বিন ইসহাক, এফ ইউ এম দিদার, সাইফুর রহমান, জাবেদ মোহাম্মদ গউস মিল্টন, গাজী সালাউদ্দীন, ফরিদুল ইসলাম চৌধুরী, এনএসআই কর্মকর্তা ফরিদ চৌধুরী, পুলিশ উপ-পরিদর্শক উদয়ন চাকমা, সোনালী চাকমা, আওয়ামীলীগ নেতা আবু হেনা ফারুকী, আবছার মিয়া মেম্বার, এলডিপি নেতা জামাল উদ্দীন খান, বিএনপি নেতা মোজাম্মেল হক, চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি মো. দেলোয়ার হোসেন, বরমা প্রেসক্লাব সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড- চট্টগ্রাম বিভাগের সেক্রেটারি মো. আব্বাস উদ্দীন, মাওলানা মুহাম্মদ আবুল হাসেম, মুহাম্মদ আবদুল্লাহ্সহ স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন। নামাজে যানাজায় ইমামতি করেন গাটিয়াডেঙ্গা দরবার শরীফের শাজ্জাদানশীল পীরে ত্বরীকত মাওলানা আলহাজ্ব মুহাম্মদ মুজিবুল হক জাহাঁগীরি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর