আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

“বর্তমান সরকার নিশ্চিত করেছে অবাধ তথ্যপ্রবাহ”



দক্ষিণ চট্টগ্রামে তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক

 

সৈয়দ শিবলী ছাদেক কফিল: সরকারের নবনিযুক্ত তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক বলেছেন, ‘বর্তমান সরকার অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করেছে। ২০০৯ সালে এ জন্য তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়। এ আইনের কারণে যেকোনো তথ্য এখন জনগণ সহজেই পাচ্ছে। এটি একটি অনন্য আইন। অন্য সকল আইন কর্তৃপক্ষ জনগণের উপর প্রয়োগ করে জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য। আর তথ্য অধিকার এমনই একটি আইন যা জনগণ কর্তৃপক্ষের উপর প্রয়োগ করে। এই আইন জনগণকে ক্ষমতায়িত করেছে। তথ্য অধিকার আইন জনগণের তথ্য জানার অধিকারকে আইনগত স্বীকৃতি দিয়ে জনগণকে মর্যাদাবান করেছে।’

তিনি গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
পটিয়া প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক, সহ-সভাপতি এ টি এম তোহা, গবেষণা সংস্থা “মানুষের ঠিকানা”র নির্বাহী পরিচালক সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, মাস্টার ছাবের-ডাঃ ফারুকী ফাউন্ডেশনের সভাপতি মোরশদুল আলম পেয়ারু, জেলা প্রশাসনের পেশকার তৌফিকুল আলম মুজিব, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী, কামরুল ইসলাম প্রমুখ। তিনি আরো বলেন, ‘প্রাচীনকাল থেকেই জনগণ কোনো না কোনোভাবে তথ্যের আদান-প্রদান করে আসছে। তথ্য অধিকার আইন তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে। রাষ্ট্রযন্ত্রের সকল স্তরে স্বচ্ছতা, অনিয়ম দূর, জবাবদিহিতা নিশ্চিত এবং দুর্নীতি হ্রাসের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন কার্যকর ভূমিকা পালন করছে।’ তিনি দক্ষিণ চট্টগ্রাম জেলায় উন্নীত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সফল নিশ্চিত করার জন্য এ জেলা আরো আগে হওয়া উচিত ছিল।’ তিনি উন্নয়ন ও আইন শৃঙ্খলাসহ সবক্ষেত্র সমন্বয় ও জনগনের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়ার জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলার গুরুত্ব তুলে ধরেন। এর আগে নবনিযুক্ত তথ্য কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের নেতারা।

আনোয়ারা:
শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে চন্দনাইশ যাওয়ার পথে তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুককে আনোয়ারায় কর্মরত সাংবাদিকরাফুলের তোড়া অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর প্রতিনিধি এম নুরুল ইসলাম, দৈনিক ইত্তেফাক, সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি জাহিদ হাসান হৃদয়, দৈনিক সময়ের আলো এনামুল হক নাবিদ, সংবাদ প্রতিনিধি কাঞ্চন সুশীল, দর্পন মিত্র গবেষণা সংস্থা “মানুষের ঠিকানা”র নির্বাহী পরিচালক সৈয়দ শিবলী ছাদেক কফিল, মাস্টার ছাবের-ডাঃ ফারুকী ফাউন্ডেশনের সভাপতি মোরশদুল আলম পেয়ারু, জেলা প্রশাসনের পেশকার তৌফিকুল আলম মুজিবসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

চন্দনাইশ কেশুয়া:
এদিকে তাঁদের প্রতিষ্ঠিত চন্দনাইশের কেশুয়া আলহাজ্ব ছাবের মাস্টার ছোটপাড়া জামে মসজিদে জুমার নামাজ আাদায় ও পিতা-মাতাসহ মুরব্বিদের কবর জিয়ারত করে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন কেশুয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শের আলী মাস্টার, আলহাজ্ব ছাবের মাস্টার-ডাঃ ফারুকী ফাউন্ডেশনের সভাপতি মোরশদুল আলম পেয়ারু, ইউপি সদস্য মুহাম্মদ মহসীন, মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ সোলাইমান, সাংবাদিক মোহাম্মদ আবু তাহের, সাংবাদিক রাজীব আচার্য্য, সমাজসেবক রিয়াজুল করিম প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর