আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

“দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে দেশ ভয়াবহ সংকটে”


টেকনাফে সুধীসমাজের সাথে মতবিনিময়কালে ঐক্য পার্টির চেয়ারম্যান

৯ মার্চ সকাল ১০টায় দেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফের নাফ কুইন হোটেলের হলরুমে টেকনাফের সুধীসমাজের সাথে বাংলাদেশ ঐক্য পার্টির চেয়ারম্যানের মতবিনিময় সভা টেকনাফ উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি পার্টির চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহীম চৌধুরী বলেন, দেশ ভয়াবহ সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠছে। এই অবস্থা থেকে উত্তরণে দল-মত ও ধর্ম-নির্বিশেষে দেশের সকল জনগণকে ভূমিকা রাখতে হবে। দেশের মাত্র ১৫ ভাগ জনগণ রাজনীতিতে সক্রিয়। উক্ত পনেরো ভাগের মধ্যে ৮ ভাগ সৎ হলেও বাকি ৭ ভাগের কূটচালে তারা রাজনীতিতে অসহায়। সাত ভাগ বিভিন্ন কৌশল করে নিজেদের স্বার্থ আদায়ে এমন কোন চক্রান্ত নেই, যা তারা করছে না। তারা এরকম দুনীর্তি ও অনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখলে দেশ শীঘ্রই ছারখার হয়ে যাবে। দেশ ছারখার হলে ক্ষতির মাসুল সৎ রাজনীতিবিদসহ দেশের ৯৩ ভাগ জনগণকে দিতে হবে। আর তাই নিজের ও দেশের অস্তিত্বের স্বার্থে দেশের সব জনগণকে বাংলাদেশ ঐক্য পার্টি কর্তৃক গৃহীত সর্বজনীন ফর্মুলা বাস্তবায়নে এগিয়ে আসার কোনো বিকল্প নেই বলে তিনি জোর দিয়ে বলেন। আর তাই দেশের সকল জনগণকে ঐক্য পার্টির ব্যানারে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান ঐক্য পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহীম চৌধুরী।

এ সময় সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, ডা. মুরাদ, ইঞ্জিনিয়ার আবছার, আ ক ম নাসির উদ্দিন, প্রকৌশলী কবির, সাংবাদিক সোহেল মাহমুদ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর