সোহেল রানা, রাউজানঃ হালদা নদী থেকে উদ্ধারকৃত অজ্ঞাত মরদেহটির পরিচয় অবশেষে জানতে পেরেছে পুলিশ। মৃত ব্যক্তি চান্দগাঁও থানার উত্তর মোহরা গ্রামের স্বরূপ খান চৌধুরী বাড়ির বাসিন্দা। তার নাম আবু সৈয়দ (৫৫)। তিনি ওই বাড়ির মৃত আবুল বশরের ছেলে। গণমাধ্যমের খবর এবং ছবি দেখে রবিবার (২১ এপ্রিল) বিকালে তার স্বজনরা রাউজান থানায় এসে মরদেহের পরিচয় জানিয়েছে। তবে এ ঘটনায় তারা কোনো আইনানুগ ব্যবস্থা নিতে চাননি, কিন্তু পুলিশ পোস্টমর্টেম রিপোর্ট
হাতে না পাওয়া অবধি এ বিষয়ে তদন্ত জারি রাখবে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের পরিবার পুলিশকে জানিয়েছে, ওই ব্যক্তি ঘটনার আগেরদিন বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। তারা ধারণা করছে, তিনি নদীর পাড়ে ঘুরতে গিয়ে ডুবে মারা যেতে পারেন। এ বিষয়ে তাদের কোনো অভিযোগ নেই। তবে এর আগেই থানা পুলিশ গত শনিবার (২০ এপ্রিল) বিকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন হালদা নদীতে মরদেহ: তাকে কী খুন করা হয়েছিলো?
এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘মৃতের পরিবারের সদস্যরা পরিচয় শনাক্ত করেছেন। তাদের দাবী ওই ব্যক্তি নদীর পাড়ে হাঁটতে গিয়ে ডুবে মারা যেতে পারে। তাদের কোনো অভিযোগ নেই। তবে এরপরও লাশের মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
প্রসঙ্গত, গত শনিবার সকালে হালদা নদীর রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কচুখাইন খন্দকারপাড়া এলাকায় নদীর তীরে ওই ব্যক্তির ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা বিষয়টি সাংবাদিকদের জানান। সাংবাদিকরা ঘটনাস্থলে আসার পর রাউজান থানাকে অবহিত করলে বিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
Leave a Reply