চট্টগ্রাম নগরীর জামালখান এলাকার একটি নালা থেকে মারজান হক বর্ষা (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মারজান চাঁদপুরের শাহরাস্তি থানার আব্দুল হকের মেয়ে। সে নগরীর কুসুমকুমারী স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিশুর স্বজনরা জানান, বর্ষা ২৪ তারিখ ২০ টাকা নিয়ে বিস্কুট কিনতে বাসা থেকে বের হয়েছিল। এরপর স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খুঁজে তাকে পাননি। থানায় ডায়েরি করার পাশাপাশি তারা রাস্তায় মাইকিং করেছেন। সন্দেহ থেকে তারা জামালখানের সবগুলো নালা-নর্দমায় খুঁজতে গিয়ে বিকেলে বস্তাবন্দি মরদেহ পেয়ে পুলিশকে খবর দেন।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, খবর পেয়ে আমরা গিয়ে মরদেহটি উদ্ধার করেছি। সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।