বিশেষ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ির পাশে শঙ্খ নদী থেকে অজ্ঞাত উপজাতি ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ৯৯৯ ফোন পেয়ে চন্দনাইশ থানার ওসি’র নির্দেশে ধোপাছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ বান্দরবান সীমান্তে শঙ্খ নদীর ধোপাছড়ি এলাকা থেকে আনুমানিক ৩০/৩৫ বছরের এক পাহাড়ী যুবকের বস্ত্রবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
থানা অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন বলেছেন, ৫/৭ দিনে আগের গলিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
তার দু’হাটু গাছের ছাল দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এব্যাপারে স্থানীয় চৌকিদার নুরুল হক বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গত ৫ সেপ্টেম্বরের মধ্যে কোন ওয়ারিশ পাওয়া না গেলে মর্গ থেকে লাশটি সিটি কর্পোরেশনের মাধ্যমে সংকারের কাজ সম্পূর্ণ করবেন বলে জানান।
তিনি আরো বলেন, লাশটি বান্দরবান পাহাড়ী এলাকায় হত্যা করে নদীতে ফেলে দিলে ভাসমান অবস্থায় চন্দনাইশের সীমানায় আসলে স্থানীয়রা লাশটি দেখে ৯৯৯ ফোন পেয়ে তিনি পদক্ষেপ গ্রহন করেছেন।