মোঃ শোয়াইব,হাটহাজারী প্রতিনিধিঃ
হাটহাজারীতে মোঃ আবুল কালাম (৫২) নামের এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।রবিবার রাত সাড়ে ১১টার দিকে মির্জাপুর ইউনিয়নের সরকার বাজারে আরব সিটি মার্কেটের লিফটের নির্মাণাধীন স্থানের গর্ত থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত মোঃ আবুল কালাম মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আমীর হোসেন তালুদকার বাড়ীর মৃত আক্কেল আলীর পুত্র।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন সবুজ বলেন,গতরাতে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে,পরিবারের পক্ষ থেকে স্ট্রোক করেছে বলে জানান।লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
জানা যায়, গতকাল সরকারহাট বাজারে আসে নিহত কালাম।হঠাৎ আরব সিটি মার্কেটের নিচে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ উপ-পরিদর্শক নুরে হাবিব ফয়সাল ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরন করে।গত ছয়মাস আগেও নিহত ব্যক্তি সৌদি আরবে স্ট্রোক করেছিল। দেশে চিকিৎসা নিতে এসে এ দুর্ঘটনা ঘটে।গতকালও একই ভাবে স্ট্রোক করেছে বলে পরিবার জানান।
Leave a Reply