আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: সিভয়েস২৪ থেকে সংগৃহীত

উজান ঠেলে এগিয়ে যাবে নৌকা


চাটগাঁর সংবাদ ডেস্ক: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, নির্বাচনী মাঠে বিএনপি জামায়াত নেই। ওরা আছে ষড়যন্ত্রের মাঠে। এই মাঠের খেলা অনেক খেলেছে আওয়ামী লীগ। এই যাত্রায় আওয়ামী লীগ নতুন প্রত্যয়ে দেশকে ভালবেসে এগিয়ে যাবে।

শনিবার দুপযুরে চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর প্রচারণায় গিয়ে দক্ষিণ কাট্টলীতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যেখানে কোন কারণ ছাড়া বিএনপি জামাত পদযাত্রার নামে জ্বালাও-পোড়াও করে সেখানে আমরা বসে থাকবো না। বিএনপি জামাত ধ্বংসের রাজনীতি করছে। তারা নির্বাচন চায় না। ওই স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে আমরা মাঠে আছি, মাঠে থাকবো এবং মাঠে থেকেই দাঁতভাঙ্গা জবাব দেবো। আন্দোলন সংগ্রাম গণতান্ত্রিকভাবে প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি। কিন্তু এর নামে কোন অপঘাত হলে তা আমরা প্রতিহত করবো।

নৌকার প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু বলেন, জনতার ভালোবাসা পেয়ে আমি নৌকার প্রার্থী হয়েছি। এই জনগণকে সাথে নিয়েই নৌকা উজান ঠেলে সামনের দিকে এগিয়ে যাবে। আমি অবশ্যই স্থানীয় সমস্যাগুলোকে গুরুত্ব দিই। এগুলোর সমাধানে আমি সচেষ্ট হবো।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, নির্বাহী সদস্য হাজী বেলাল আহমদ, মোর্শেদা আক্তার চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. ইসমাইল, সাধারণ সম্পাদক আসলাম হোসেন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর তসলিমা নুরজাহান রুবি প্রমুখ।

তথ্যসূত্র: সিভয়েস২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর