অনলাইন ডেস্কঃ পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। এর মধ্যে জোহরের নামাজের জন্য বিরতি থাকবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
নামাজের বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন ‘বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক’
রমজান মাস শেষ হওয়ার পর অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তথ্যসূত্র: বাংলানিউজ২৪