আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

ওপার বাংলায় এপারের শিল্পীদের বাজিমাত


অনলাইন ডেস্কঃ এবছর ফিল্মফেয়ারে বাংলাদেশের শিল্পীরা বাজিমাত করেছেন। মনোনয়ন পাওয়া চারজনের মধ্যে তিনজনই (জয়া আহসান, তাসনিয়া ফারিণ, সোহেল মণ্ডল) জিতেছেন পুরস্কার। শুক্রবার (২৯ মার্চ) কলকাতায় বসেছিলো ফিল্মফেয়ার বাংলা ২০২৪-এর আসর। তারকা ঝলমলে এই রাতে সেরা অভিনেতা, সেরা পরিচালকসহ মোট আটটি বিভাগে পুরস্কার ছিনিয়ে নিয়েছে ‘শেষ পাতা’ চলচ্চিত্র। সেরা ছবি, সেরা অভিনেত্রীসহ মোট ছয়টি পুরস্কার গেছে ‘অর্ধাঙ্গিনী’ চলচ্চিত্রের ঝুলিতে। অন্যদিকে সাতটি পুরস্কার জিতে ‘মায়ার জঞ্জাল’ চমকে দিয়েছে সবাইকে।

এবার পুরস্কার জিতলেন যারা
প্রভাত রায় পেয়েছেন জীবনকৃতি সম্মাননা
প্রভাত রায় পেয়েছেন জীবনকৃতি সম্মাননাফিল্মফেয়ার
জীবনকৃতি সম্মান: প্রভাত রায়
সেরা অভিনেতা: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (শেষ পাতা)
সেরা অভিনেতা (সমালোচক): মিঠুন চক্রবর্তী (কাবুলিওয়ালা)
সেরা অভিনেত্রী: চূর্ণী গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী)
সেরা অভিনেত্রী (সমালোচক): স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর)
সেরা সহ–অভিনেত্রী: জয়া আহসান (অর্ধাঙ্গিনী)
সেরা সহ–অভিনেতা: অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী) ও কৌশিক গঙ্গোপাধ্যায় (আরও এক পৃথিবী)

আরও পড়ুন বিশ্ব থিয়েটার দিবস ২৭ মার্চ

সেরা পরিচালক: অতনু ঘোষ (শেষ পাতা)
সেরা ছবি: অর্ধাঙ্গিনী (কৌশিক গঙ্গোপাধ্যায়)
সেরা ছবি (সমালোচক): মায়ার জঞ্জাল (ইন্দ্রনীল রায়চৌধুরী)
সেরা নবাগত পরিচালক: সুমন্ত্র রায় (ঘাসজমি)
সেরা নবাগত অভিনেতা: সোহেল মণ্ডল (মায়ার জঞ্জাল)
সেরা নবাগতা অভিনেত্রী: তাসনিয়া ফারিণ (আরও এক পৃথিবী)
সেরা সংলাপ: অতনু ঘোষ, (শেষ পাতা)
সেরা অরিজিনাল স্ক্রিপ্ট: ইন্দ্রনীল রায়চৌধুরী, সৌগত সিনহা (মায়ার জঞ্জাল)
সেরা মৌলিক গল্প: অতনু রায়, (শেষ পাতা)
সেরা সিনেমাটোগ্রাফি: ইন্দ্রনীল মুখোপাধ্যায়, (মায়ার জঞ্জাল)
সেরা সাউন্ড ডিজাইন: শুভদীপ সেনগুপ্ত (মায়ার জঞ্জাল)
সেরা প্রোডাকশন ডিজাইন: তন্ময় চক্রবর্তী ( কাবুলিওয়ালা)
সেরা পোশাকসজ্জা: ঋতুরূপা ভট্টাচার্য (মায়ার জঞ্জাল)
সেরা সম্পাদক: সুমিত ঘোষ (মায়ার জঞ্জাল)

সংগীত বিভাগের পুরস্কার:
সেরা গায়িকা: ইমন চক্রবর্তী (আলাদা আলাদা, অর্ধাঙ্গিনী) ও অবর্ণা রায় (মলয় বাতাসে, নীহারিকা)
সেরা গায়ক: অরিজিৎ সিং (ভাবো যদি, কাবুলিওয়ালা)
সেরা গীতিকার: অনুপম রায় (আলাদা আলাদা, অর্ধাঙ্গিনী)
সেরা মিউজিক অ্যালবাম: অনুপম রায় (দশম অবতার)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: দেবজ্যোতি মিশ্র (শেষ পাতা)

প্রসঙ্গত, বলিউডের অন্যতম ঐতিহ্যবাহী পুরস্কার হিসাবে গণ্য করা হয় ফিল্মফেয়ারকে। অনেকের মতে, ‘ভারতের অস্কার’ এটি। কয়েক বছর ধরে বাংলা সিনেমার জন্য পৃথকভাবে এই পুরস্কারের আয়োজন করা হয়। এবার একনজরে দেখে নেওয়া যাক ফিল্মফেয়ার বাংলা ২০২৪-এর বিজয়ীর তালিকা

তথ্যসূত্র: প্রথম আলো


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর