মুহাম্মদ আরফাত হোসেন:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর (ছৈয়দাবাদ) থেকে বড়ুয়া পাড়া সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সংস্কার কাজ বন্ধ করেছেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এড. কামেলা খানম রূপা। গত ১৭ মে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরে জমিনে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে সড়কটির সংস্কার কাজ বন্ধ করে দেয়। সে সাথে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সংস্কারকৃত সড়কের অংশে পুণরায় সিডিউল মোতাবেক সামগ্রী ব্যবহার করে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। এ সময় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জুনাইদ আবছার চৌধুরী, উপ-সহকারি প্রকৌশলী মো. আব্দুল মোবিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা প্রকৌশলী মো. জুনাইদ আবছার চৌধুরী বলেছেন, সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার বিষয়টি সত্য হওয়ায় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স এইচ আর এন্টারপ্রাইজের পরিচালক ওয়াহেদকে সিডিউল মোতাবেক সংস্কারের কাজ করার নির্দেশ দিয়েছেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান।