চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মাওলানা মোহাং নাজিম উদ্দীন। গত রবিবার (২১ এপ্রিল) থেকে তিনি দায়িত্ব পালন শুরু করেন। পৌর মেয়র আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম চিকিৎসা জনিত কারণে ছুটি নিয়েছেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার জন্য স্থানীয় সরকার বিভাগে ছুটির আবেদন করেন। কর্তৃপক্ষ তাঁকে প্রাথমিকভাবে ১২ দিনের ছুটি প্রদান করেন। সেই হিসেবে তিনি গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) পর্যন্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে প্যানেল মেয়র-১ মাওলানা মোহাং নাজিম উদ্দীনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ ব্যাপারে ভারপ্রাপ্ত মেয়র মাওলানা মোহাং নাজিম উদ্দীন বলেন, “মেয়র মহোদয়ের অনুপস্থিতিতে পৌরসভার নিত্যদিনের কার্যাবলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের দোয়া ও সহযোগিতা চাই।”
Leave a Reply