অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম কর আইনজীবী সমিতির কার্যকরী সংসদের (২০২৪) ৪র্থ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সমিতির ১নং মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেছেন সমিতির সভাপতি কর আইনজীবি আলহাজ্ব মো. আবু তাহের। সভা পরিচালনা করেছেন সমিতির সাধারণ সম্পাদক কর আইনজীবি বাকাউল্লাহ চৌধুরী ইরান।
আরও পড়ুন সিএলজিএ’র সদস্য সংগ্রহ চলবে ৩০ আগস্ট পর্যন্ত
সভায় বক্তব্য রেখেছেন কর আইনজীবি এহতেশামুল আলম চৌধুরী পাপ্পু, সমিতির যুগ্ম সম্পাদক কর আইনজীবি খালেদ বিন সরওয়ার জনি। এ সময় আরো বক্তব্য রাখেন কুতুব উদ্দীন, মো. ইয়াছিন, নোমানউল্লাহ রেজা, এড. মোমতাহিনা প্রমুখ।
সভায় সভাপতি তার বক্তব্যে সবাইকে অভিনন্দন জানান এবং ঐক্যবদ্ধভাবে সমিতির সদস্যদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
Leave a Reply