আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর একাডেমিক কাউন্সিল এর ৪৭ তম সভা ১৬ই মার্চ ২০২৪ শনিবার আইআইইউসির প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
আইআইইউসির একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান আইআইইউসি উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আইআইইউসির উপ—উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, বিওটি ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী, বিওটি সদস্য ড. মোঃ ফসিউল আলম, বিওটি সদস্য ড. মোঃ শামসুজ্জামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের প্রফেসর ড. মোঃ শাহাদাত হোসেন, আইআইইউসির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, আইআইইউসির সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. জাহেদ হোসেন সিকদার, বিজ্ঞান অনুষদের ডীন ড. সামিমুল হক চৌধুরী, শরীয়াহ অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ মোস্তফা কামিল, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর মোঃ ইফতেখার উদ্দিন, বিভাগীয় চেয়ারম্যান বৃন্দ সহ একাডেমিক কাউন্সিল এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় বিগত ৪৬ তম একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরনী পেশ ও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। গত সেমিস্টারের একাডেমিক রিপোর্ট পেশ করা হয় ও পরীক্ষার ফলাফল অনুমোদন করা হয়। আইআইইউসির সার্বিক একাডেমিক কার্যক্রম পরিচালনার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়।
Leave a Reply