নিজস্ব প্রতিবেদক
উপমহাদেশ খ্যাত ঢোলের জাদুকর একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস এর ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার ৫ই এপ্রিল বিকাল চারটায় বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী ছন্দারিয়া গ্রামে শিল্পীর বাস্তভিটায় ভাস্কর্য চত্বরে তাঁর স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যাগে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানমালার মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুষ্পস্তবক অর্পণ।
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক শ্রী বিপ্লব জলদাস এর উপস্থাপনায় সংগঠনের সভাপতি অনুপম বড়ুয়া পারুর সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পী পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী শ্রী বাবুল জলদাস, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জনাবা শামীম আরা বেগম, সাংবাদিক লায়ন এসবি জীবন।
এতে বক্তব্য রাখেন আশুতোষ দাশ, কালীপদ দাস, নীলা দাস (মণি), প্রিয়াঙ্কা দাস, প্রীতি দাস, অর্পিতা ঘোষ, পূজা চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি