চাটগাঁর সংবাদ ডেস্ক: চট্টগ্রামে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। মঙ্গলবার (১৮ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
সংস্থাটির দেয়া তথ্যানুযায়ী, আজ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী ভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে সর্বোচ্চ ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাঙামাটিতে। সর্বেোচ্চ তাপমাত্রা ছিলো ফেনীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বান্দরবানে ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সিনপটিক অবস্থায় মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, উড়িষ্যা, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে মৌসুমী বায়ু বাংলাদেশে কম সক্রিয় উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এজন্য পরবর্তী তিন দিনে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, বাতাসের গতিবেগ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার।
Leave a Reply