আজ ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফে স্পীডবোড ডুবিতে’র এক শিশু নিখোঁজ: সাত যাত্রী উদ্ধার


ভ্রাম্যমাণ প্রতিনিধি:

টেকনাফের সেন্টমার্টিন থেকে স্পীডবোট যোগে শাহপরীরদ্বীপে আসার পথে স্পীডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে নুর আলী শাহ (৮) নামের সেন্টমার্টিনের এক শিশু নিখোঁজ রয়েছে। এ ছাড়াও উদ্ধার করা হয়েছে বাকি ৭ যাত্রী’কে।সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টারদিকে শাহপরীরদ্বীপ গোলারচর এলাকায় নাফ নদের মোহনায় এ ঘটনা ঘটেছে।সাগর উত্তাল থাকায় এহেন ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী।

তিনি জানান, বেলা ১১টার দিকে ৮ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিন থেকে টেকনাফের শাহপরীর দ্বীপে আসার পথে স্পীডবোট ডুবির ঘটনা ঘটে। পরে ৭ যাত্রীকে উদ্ধার করা গেলেও এক শিশু নিখোঁজ রয়েছে।জানতে চাইল সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন,সেন্টমার্টিন দ্ধীপ থেকে টেকনাফে যাত্রাকালে স্পীডবোট ডুবিতে এক শিশু নিখাঁজ রয়েছে। মূলত সাগর উত্তাল থাকায় এ ঘটনা ঘটেছে বলে তিনি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর