আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১


নিউজ ডেস্ক >>> কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নস্থ কুতুবদিয়া পাড়ায় মাদক বিরোধী অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে র‌্যাব-১৫, হোয়াইক্যং ইউনিয়নস্থ কুতুবদিয়া পাড়ায় এই অভিযান চালানো হয়।আটককৃত রেজাউল ইসলাম(২৭),কক্সবাজার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মধ্য হ্নীলা, কুতুবদিয়া পাড়ার -মৃত জাফর ইসলামের পুত্র।কক্সবাজার র‌্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) জানান।র‌্যাব-১৫, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নস্থ কুতুবদিয়া পাড়া এলাকার মৃত জাফর ইসলামের বাড়ির সামনে কতিপয় ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সকাল অনুমান ০৬.৪০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। র‌্যাবের অভিযানিক দল হোয়াইক্যং ইউনিয়ন কুতুবদিয়া পাড়ার ৩নং ওয়ার্ডের মৃত জাফর ইসলামের বাড়ির সামনে পৌঁছানো মাত্রই উক্ত স্থানে অবস্থানরত কতিপয় ইয়াবা ব্যবসায়ী দৌড়ে পলায়নের চেষ্টাকালে একজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে গ্রেফতারকৃত ব্যক্তির সাথে থাকা আরেক মাদক কারবারী কৌশলে দ্রুত পলায়ন করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত মাদক কারবারীর বসত ঘরের শয়ন কক্ষের খাটের নিচে তল্লাশি করে ৭০,০০০ (সত্তর হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রেজাউল জানায়, র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়া ব্যক্তি তার অন্যতম সহযোগী এবং তারা দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ইয়াবার ব্যবসা করে আসছে। আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিত্য নতুন অভিনব পন্থা অবলম্বন করে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। তারা পার্শ্ববর্তী দেশ হতে অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদকদ্রব্য ইয়াবার বড় বড় চালান বাংলাদেশের অভ্যন্তরে আনায়ন এবং অর্থের বিনিময়ে তা দেশের বিভিন্ন প্রান্তে থাকা মাদক কারবারীদের নিকট নানাবিধ কৌশলী পন্থায় সরবরাহ করতো। অদ্য মাদকদ্রব্য ইয়াবার একটি বড় চালান ক্রয়-বিক্রয় সংক্রান্তে প্রাপ্ত তথ্যানুযায়ী মাদক বিরোধী অভিযানে উপরোল্লিখিত ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রেজাউল ইসলাম র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর