আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

‘টেডএক্স চিটাগাং ইউনিভার্সিটি’ মঙ্গলবার


অনলাইন ডেস্কঃ দেশবরেণ্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টেডএক্স চিটাগাং ইউনিভার্সিটি’। আগামি ৪ জুন (মঙ্গলবার) চবির মেরিন সায়েন্স অনুষদ মিলনায়তনে প্রোগামটি অনুষ্ঠিত হবে। ‘একটি নতুন আগামী’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠান আয়োজন করছে চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি।

এতে বিজ্ঞান, গবেষণা, পরিবেশ, অটিজম, বাকস্বাধীনতা, সঙ্গীত, সাহিত্য, পর্বত আরোহণ, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন প্রেক্ষাপটে আলোচনা করবেন আমন্ত্রিত অতিথিরা।

আরও পড়ুন চবিতে শিক্ষক সমিতির নেতৃত্বে মাহবুবুর-নোমান

অনুষ্ঠেয় এ আয়োজনে নিজেদের জীবনের গল্প শোনাবেন-স্বাধীনতা পদকজয়ী বিজ্ঞানী অধ্যাপক হাসিনা খান, প্রখ্যাত বিতার্কিক ও উপস্থাপক ডা. আব্দুন নুর তুষার, গীতিকার ও কর্পোরেট ব্যক্তিত্ব আসিফ ইকবাল, সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক, শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বাসনা মুহুরি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হালদা গবেষক ড. মনজুরুল কিবরিয়া, এভারেস্টজয়ী ডা. বাবর আলী এবং মিস বাংলাদেশ-২০০৭ বিজয়ী জান্নাতুল ফেরদৌস পিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের, বিশেষ অতিথি উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, উপ উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে এবং আবুল খায়ের গ্রুপের জেনারেল ম্যানেজার এএনএম ওয়াজেদ আলী।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর