ফচিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির বাগীশিক পাইন্দং ইউনিয়ন সংসদের উদ্যোগে শ্রী শ্রী গৌর নিতাই গীতা শিক্ষালয়ের পাঠদান কর্মসূচী শুরু হয়েছে। সম্প্রতি এর উদ্বোধন করেন বাগীশিক ফটিকছড়ি সংসদের সভাপতি
সুমন কুমার বণিক।
অনুষ্ঠানে ভাগবতিয় বক্তা ছিলেন বাগীশিক উপজেলা সংসদের সাধারণ সম্পাদক রূপক দে। এসময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী গৌর নিতাই সেবা আশ্রমের সাধারণ সম্পাদক সুমন কিশোর নাথ। সভাপতিত্ব করেন বাগীশিক পাইন্দং ইউনিয়ন সংসদের সভাপতি মাস্টার দেবাশীষ দে। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক ফটিকছড়ি সংসদের সহ—সভাপতি মস্টার লিটন মহাজন, সাংগঠনিক সম্পাদক আদিত্য সৈকত, সহ—সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, কাজল নাথ।
উজ্জ্বল দে‘র সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন সজীব দে, টিকলু পাল, নয়ন দাশ, প্রসংজিত শীল, সুমন দে, বিধান দে, মিন্টু চক্রবর্তী, জিতু শীল, অন্তর শীল, রাজীব দে, জয় দে, শুভ শীল। এসময় পবিত্র গীতা পাঠ করেন মিথি বণিক। গীতা শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রনি দে, জয় নাথ, উজ্জ্বল দে। পাঠদান অনুষ্ঠানে গীতা শিক্ষার্থীদের মাঝে গীতা শিক্ষা বিতরণ করা হয়।
Leave a Reply