আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: তাজকিয়ার আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি, হামদ-নাত ও রচনা প্রতিযোগিতা

জাতীয় শোক দিবসে তাজকিয়া’র বৃক্ষরোপন কর্মসূচি হামদ-নাত ও রচনা প্রতিযোগিতা


চাটগাঁর সংবাদ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি, হামদ-নাত ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখা।

বুধবার (১৬ আগস্ট) সংগঠনটির সাধারণ সম্পাদক ইরফানুর রহমান রিয়াদের পাঠানো পাঠানো বিবৃতিতে জানানো হয় জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) দিনব্যাপী এ কর্মসূচি অনুষি।ঠত হয়েছে। আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্য নির্ভর সংগঠন তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার ব্যবস্থাপনায় এসব কর্মসূচি পালন করা হয়। নগরীর বহদ্দারহাট সংলগ্ন এখলাছুর রহমান সরকারি
প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদের সঞ্চালনায় ও সভাপতি জিয়াউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকমণ্ডলী।

এতে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে তিনটি বিভাগে হামদ-নাত, রচনা প্রতিযোগিতা
অনুষ্ঠিত হয়। এরপর বিজয়ীদের মাঝে পুরস্কার ও সকলের মাঝে সান্ত্বনা
পুরষ্কার প্রদান করা হয়।

বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে স্কুলের আঙিনায় বিভিন্ন ফল ও বনজ গাছের চারা রোপন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি নুরুল হাসনাত, সহ-সভাপতি শেখ মুবিনুর রহমান, সাধারণ সম্পাদক ইরফানুর রহমান রিয়াদ, অর্থ ও দপ্তর সম্পাদক ইরফান হাসান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাহেদুল ইসলাম, সদস্য আদনান সামি, সদস্য জিয়া উদ্দীন প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর