আজ ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: জাতীয় শ্রমিক লীগের সমাবেশ

২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক জিয়া: হাবিবুর রহমান হাবিব


নিজস্ব প্রতিবেদকঃ ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক জিয়া বলে দাবি করেছেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব।

সোমবার (২১ আগস্ট) বিকালে নগরীর দোস্তবিল্ডিং চত্বরে ২১ আগস্ট গ্রেনেড
হামলার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক জিয়া।
তার নেতৃত্বেই ইতিহাসের এ ঘৃণ্যতম হত্যাকান্ড ঘটে। অবিলম্বে ২১ আগস্ট ঘটনার
মূলহোতা তারেক জিয়াসহ দোষীদের বিচার কার্যকর করতে হবে।’

সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ২৪জন ও আহত ৫শ’ জন নেতা-কর্মীর কথা স্মরণ করেছেন বক্তারা। সামাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করে সংগঠনটি।

ছবি: জাতীয় শ্রমিক লীগের
প্রতিবাদ মিছিল

সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ নেতা চট্টগ্রাম পৌর জহুর মার্কেট দর্জি শ্রমিক লীগের সভাপতি কাঞ্চন দাস, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি চট্টগ্রাম জেলার নেতা মোক্তার আহামদ, বাংলাদেশ অটোরিকশা অটোটেম্পু শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি নুরুল ইসলাম, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক স. ম. জিয়াউর রহমান, কোতোয়ালি থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক কালিম শেখ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মুহিবুল্লাহ, বায়োজিদ থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ নেতা আবুল কাসেম, আবদুল মান্নান, পৌর জহুর মার্কেট দর্জি শ্রমিক লীগের অর্থ সম্পাদক লিটন চক্রবর্তী, চট্টগ্রাম মহানগর জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ হাসান মুরাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজির, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের উপদেষ্টা জামাল উদ্দিন, মোহাম্মদ সায়েম প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর