নিজস্ব প্রতিবেদক: ছিনতাইকারীদের গ্রেপ্তার ও তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের আইনের আওতায় আনার জন্য প্রতিবাদে ফুঁসছে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির ব্যবসায়ীরা। মঙ্গলবার (১১ জুলাই) এই বিষয়ে তামাকুমন্ডি লেইনের মুখে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সোমবার (৯ জুলাই) রিয়াজউদ্দিন বাজার আমতল এলাকার রয়েল টাওয়ারের সামনে সমিতির আজীবন সদস্য নুর মোহাম্মদ ইয়াছিন কবিরের দোকানের
কর্মচারীদের আহত করে প্রায় ১০ লাখ টাকা ছিনতাই করা হয়েছিলো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের তড়িৎ পদক্ষেপে ৭ লাখ ১০ হাজার টাকা উদ্ধার ও চিহ্নিত
চাঁদাবাজ একরাম ও তার কয়েকজন সহযোগী ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
এ জন্য সমাবেশ থেকে কোতায়ালী থানা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ এবং বাকী আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানানো হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন
সমিতির সভাপতি সরওয়ার কামাল, সাধারণ সম্পাদক আহমদ কবির দুলাল, উপদেষ্টা ও ৩১ নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, সাবেক সভাপতি মোঃ আবু তালেব, বর্তমান উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি সালামত আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম।
সমাবেশে বক্তারা বলেন, ‘বৃহত্তর রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা নিরাপদ নয়। বিভিন্ন সময় সন্ত্রাসী গোষ্ঠী, চাঁদাবাজ, ছিনতাইকারী, কিশোর গ্যাং এর দ্বারা ব্যবসায়ীরা
হামলা ও ক্ষতির শিকার হচ্ছে। তারই ধারাবাহিকতায় ঘটেছিলো ৯ তারিখের ওই ছিনতাইয়ের ঘটনা। ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা করার পরিবেশ বজায় রাখতে তড়িৎ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনসহ সর্বমহলের কাছে উদার্ত আহ্বান জানানো হয়। এক্ষেত্রে প্রশাসনকে সহযোগীতা করার জন্য তামাকুমন্ডি লেইন বণিক সমিতি সর্বদা তৎপর রয়েছে।
রিয়াজ উদ্দিন বাজার এলাকায় ইদানীং কিছু ভুঁইফোড় সংগঠনের ছত্রছায়ায় সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারীদের উপদ্রব বেড়ে গিয়েছে উল্লেখ করে বক্তারা আরো বলেন, ‘দ্রুত এদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সমাবেশে এসব ভুঁইফোড় সংগঠন নিষিদ্ধ করার দাবী জানানো হয়। প্রয়োজনে বৃহত্তর রিয়াজউদ্দিন বাজার সহ চট্টগ্রামের অন্যান্য ব্যবসায়ীক সংগঠনের সঙ্গে আলোচনার
মাধ্যমে ব্যবসায়ীদের নিরাপত্তা রক্ষার্থে বৃহত্তর কর্মসূচীর ঘোষনা দেয়ার কথা উল্লেখ করা হয় সমাবেশে।
এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক আজম এম এ, সহ সভাপতি আলহাজ্ব মোঃ সেলিম, বজলুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল আলীম, সহ-সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, প্রচার সম্পাদক ওমর ফারুক, অর্থ-সম্পাদক শওকত আজিজ, আইন সম্পাদক এড. আব্দুল জলিল, দপ্তর সম্পাদক জাফর ইকবাল, সমাজ কল্যাণ সম্পাদক জসিম উদ্দিন, সাহিত্য প্রকাশনা সম্পাদক ছাদেক হোসেন, ধর্মীয় সম্পাদক মাঈনুদ্দীন, ক্রীড়া সম্পাদক মিনহাজ উদ্দিন, নির্বাহী সদস্য মিনহাজুল আবেদীন, আব্দুর ছফুর নয়ন, সাদ্দাম হোসেন, আরিফ চৌধুরী, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উপদেষ্টা পরিষদের পক্ষে মাওলানা মাহমুদুল হক, জামাল আহমদ, জসিম উদ্দিন কবির, হারুন অর রশিদ, কামাল উদ্দিন, মোজাম্মেল হক, রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির জানে আলম, শিবলী সাদিক, কাজী মাহবুবুর আলম, কাজী মোমেন, জাফর, পনির মিজান সহ নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন মার্কেট কমিটির নেতৃবৃন্দ সহ সর্বস্তরের শান্তিপ্রিয় ব্যবসায়ীবৃন্দ।